রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতের আধারে রেকোডিও জমিতে থাকা ঘর ভাংচুর করে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
গতকাল শনিবার সকালে বালিয়াকান্দি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ আকবর আলীর ছেলে আশিকুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের নিজ নামীয় রেকোডিও সম্পত্তি ১নং সোনাপুর মৌজার ১৯৪০ নং খতিয়ানে ১৪৪৫ নং দাগে ২২শতাংশ জমি আমরা দীর্ঘদিন শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছিলাম।
উক্ত জমির উপর গত ০৭ অক্টোবর শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আমার প্রতিপক্ষ একই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃতঃ আমিন উল্লার ছেলে জয়নাল আবেদীন, মৃতঃ সৈয়দ আহম্মদ চৌধুরীর তিন ছেলে তোফোজ্জেল হোসেন , জাকির হোসেন, আহম্মদ হোসেন, জয়নাল আবেদীনের ছেলে আবিদ হোসেনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ভাড়াটিয়া সস্ত্রাসী নিয়ে জোরপূর্বক আমার জমিতে থাকা টিনসেডের দোকানঘর ভাংচুর ও মালামাল লুটসহ অবৈধভাবে জমি দখল করেছে।
উক্ত জমিতে ১৪৪ ধারা মামলা চলমান থাকলেও আদালতের আদেশ অমান্য করে ইটের প্রাচীর নির্মানসহ মুক্তিযোদ্ধা ও বিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ বিষয়ে আমি বাধা দিতে গেলে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী ও প্রাণ নাশের হুমকি প্রদান করছে।
এ বিষয়ে আদালতে ১০৭ ধারা মামলা দায়ের করা হয়েছে। আমার অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার ও আমিসহ আমার পরিবারের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
জা// দেশতথ্য// ১৫ অক্টোবর ২০২২//

Discussion about this post