সাথী,রাজবাড়ী প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস্য আইন বাস্তবায়নে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ চায়না ধোঁয়ারী ৫০হাজার টাকা মূল্যের ৫হাজার মিটার জাল উদ্বার করে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষন আইনে জনসম্মুখে আগুনে পুঁিড়য়ে সেটা দাহ্য করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার নির্দেশেমোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবুল হাসান।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফসহ মৎস্য দপ্তরের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post