রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ৭ হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে মৎস্য দপ্তরের অভিযানে এ জাল জব্দ করা হয়।
মৎস্য দপ্তর অফিস সূত্রে জানা যায়, উপজেলার নারুয়া ইউনিয়নের অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নারুয়া বাজারের অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী আব্দুল মতিনের গোডাউনে থাকা তিন লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা।
দৈনিক দেশতথ্য//এল//