সাথী,রাজবাড়ী প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮মার্চ) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষীণ শেষে অডিটোরিয়ামে হলরুমে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মাষ্টার প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এল//