Print Date & Time : 12 May 2025 Monday 9:04 pm

বালিয়াকান্দিতে উপকার ভোগীদের কার্ড ও চাউল বিতরণ

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২৩-২৪ চক্রের ভিডবিøউবি প্রকল্পের ৩৪৫ জন উপকার ভোগীদের মাঝে কার্ড ও চাউল বিতরণ করা হয়েছে।

গতকাল ৩০জানুয়ারী সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধীবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিতিতে প্রধান অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমুলক কার্যক্রম ও প্রকল্পের বিভিন্ন সুবিদা সম্পর্কে আলোচনা করেন। পরে উপকারভোগীদের মাঝে কার্ড ও চাউল বিতরণ করেন অতিথিবৃন্দ।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,৩০ জানুয়ারি ২০২৩