Print Date & Time : 3 May 2025 Saturday 5:45 am

বালিয়াকান্দিতে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ

সাথী,রাজবাড়ী প্রতিনিধি ॥“এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ২১জন উদ্যোক্তার মাঝে ৩৩ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ পল্লী উদ্যোক্তার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা আসাদুর রহমানের পরিচালনায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, উপজেলা ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান ওয়োজেদ আলী শেখ প্রমুখ। এ সময় উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর সমিতির সুবিধা ভোগী পরিবারের সদস্যগণেরা ঋণের চেক পেয়ে খুব খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বিআরডিবিকে ধন্যবাদ জানান।