রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতে বসত ঘরের রুমের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আকাশ মন্ডল (২৩) নামের এক জন আতœহত্যা করেছে।
মৃতের পরিবার জানিয়েছেন, উপজেলার বালিয়াকান্দি পশ্চিম পাড়া গ্রামের রেজাউল মন্ডলের ছেলে আকাশ মন্ডল তার স্ত্রী উপর অভিমান কারে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আতœহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করেছেন। থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানিয়েছেন, আতœহ্যার ঘটনায় লাশটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করাসহ বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।