Print Date & Time : 10 May 2025 Saturday 6:51 pm

বালিয়াকান্দিতে জাতীয় শোক দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম সহাদত বার্ষিকী পালিত হয়েছে ।
সকালে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন,১০টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত যুগ্ন সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্টার প্রমুখ। পরে যুবকদের মাঝে ঋণের চেক ও শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//