Print Date & Time : 23 August 2025 Saturday 12:01 pm

বালিয়াকান্দিতে ডিসির সাথে প্রার্থীদের মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধি ॥ বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন উপলক্ষে গতকাল সোমবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী পুলিশ সুপার এম. এম. শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম, খলিলুর রহমান খান, আলমগীর বিশ্বাস, ইউনুছ আলী সরদার, খন্দকার মশিউল আযম চুন্নু, কামরুজ্জামান, একেএম ফরিদ হোসেন বাবু, জাফর আলী মিয়া, নৃপেন্দ্রনাথ বিশ্বাস, কল্লোল কুমার বসু, বাদশা আলমগীর, মতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান রফিকুল ইসলাম বাচ্চু, একেএম কবিরুজ্জামান, আব্দুল ওহাব মন্ডল, জহুরুল ইসলাম, আব্দুল হান্নান মোল্যা, ওয়াজেদ আলী, আহম্মদ আলী, রাজবাড়ী পুলিশ সুপার বলেন, নির্বাচনে কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা যদি কেউ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নির্বাচন শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।