সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে গতকাল সোমবার ১৯ জুলাই সকালে ডোবার পানিতে পরে আবু দাউদ মোল্লা (৩), নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার জানিয়েছেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের জামাল মোল্লার একমাত্র ছেলে আবু দাউদ মোল্লা খেলতে খেলতে বাড়ীর পাশের ডোবার পানিতে পরে যায়। তাকে খোঁজা খুজির এক পর্যায়ে ৮ঘন্টা পর বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ ভাসমান অবস্থায় বাড়ীর পাশের ডোবার পানি থেকে উদ্ধার করা হয়। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post