রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ১৯হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে গতকাল মঙ্গলবার সকালে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনির জানান, ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে সোনাপুর বাজারে সাহা মিষ্টান্ন ভান্ডারকে ১০হাজার, বিশাল মিষ্টান্ন ভান্ডারকে ৪হাজার ও রিয়াদ ড্রাগহাউজকে ৫হাজার টাকা সর্ব মোট ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ও বালিয়াকান্দি দুইটি তরমুজের আড়ৎদারদের কেজি দরে তরমুজ বিক্রয় করতে নিষেধ করা হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post