Print Date & Time : 5 July 2025 Saturday 4:27 pm

বালিয়াকান্দিতে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা নববর্ষ ১৪২৯ উদ্যাপন উপলক্ষে মঙ্গলা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি মঙ্গলা শোভা যাত্রা বের হয়ে বালিয়াকান্দি বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষীণ শেষে শিশু পার্কে গিয়ে শেষ হয়। পরে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দূল হান্নান মাষ্টার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধিজনেরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//