সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৬৩ জন সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্যদের গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ করান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা পোকৗশলী বাদশা আলমগীর, থানার ওসি তারিকুজ্জামান সহ নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্যরা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Discussion about this post