রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাদশা আলমগীরসহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দ্বায়ীত্ব গ্রহণ করেছেন। ৫ই জানুয়ারী বুধবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হোসেনুর রহমান কবিরের সভাপতিত্বে ও ব্যবসায়ী আলিনুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আহম্মেদ সবুজসহ সাবেক ও বর্তমান আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মতিয়ার রহমান । নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়ীত্ব গ্রহণ করার পরে বাদশা আলমগীর বলেন, আমি আপনাদের সন্তান সর্বদা আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযত পালন করার চেষ্টা করব। এ জন্য আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Print Date & Time : 5 July 2025 Saturday 8:15 pm