Print Date & Time : 22 August 2025 Friday 2:18 am

বালিয়াকান্দিতে পুকুরে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরে ডুবে শিহাব (২৩) নামের এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
গতকাল সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী শিহাব উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের কালু ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন জানান, প্রতিদিনের ন্যায় প্রতিবন্ধী শিহাব সকালে ঘুরতে গিয়ে সকলের অগোচরে একই গ্রামের মনিরউদ্দীনের পুকুরে পড়ে ডুবে যায়। অনেকক্ষন পর এলাকার লোকজন তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ লাশটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করেন।

দৈনিক দেশতথ্য//এল//