Print Date & Time : 11 May 2025 Sunday 12:41 pm

বালিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রুকসানা (২২) নামের এক গৃহবধু আহত হয়ে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে।
উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের মৃত হাজি আত্তাবউদ্দীন মিয়ার ছেলে হারুন-অর-রশিদ জানান, একই গ্রামের প্রতিপক্ষ মৃত হাজি আত্তাবউদ্দীন মিয়ার ছেলে সাদ্দাম হোসেন টুকু (৪২), তার স্ত্রী রুপা (২৬) ও তার ছেলে সুপ্ত (১৭), শনিবার বিকালে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্ত্রী রুকসানাকে পিটিয়ে আহত করে। আমি বাড়ীতে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করি। এই ঘটনায় বালিয়াকান্দি থানায় ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//