রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মোল্লাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে স্বামী-স্ত্রী আহত হয়েছে।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মোল্লাপাড়া গ্রামের মৃত মোকারম কাজীর ছেলে ইকবাল কাজী জানান, প্রতিপক্ষরা পূর্বশত্রুতার জের ধরে গত ৪ আগষ্ট সোমবার বিকালে আমার ঘাস ক্ষেতে ছাগল ছেরে ঘাস নষ্ট করলে আমি নিষেধ করায় একই গ্রামের মৃত ফেলু শেখের ছেলে সোহান শেখ (২৫), আজাদ শেখের ছেলে আসিফ শেখ (২০), পাঞ্জু শেখের ছেলে জীবন শেখে (২২), আলীমদ্দিনের ছেলে মিজান শেখ (৩০)সহ ৭-৮জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্য করে এলোপাতারী ভাবে কুপিয়ে জখম করে।
আমি চিৎকার করলে আমার অসুস্থ স্ত্রী দিপালী বেগম এগিয়ে এলে তাকেও বেদম মারপিট করাসহ আমার পরিবারের সকলের প্রাণ নাশের হুমকী প্রধান করে চলে যায়। আহত অবস্থায় আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আমার স্ত্রী বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

Discussion about this post