রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষন কর্মসূচী পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। বিষেশ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধী জনেরা এই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post