Print Date & Time : 5 May 2025 Monday 1:49 pm

বালিয়াকান্দিতে প্রশিক্ষণের সমাপণীতে সনদ বিতরণ

সাথী,রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সোমবার সকালে গ্রামীণ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং ও বেকার যুব নারীদের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ২০ জন যুবককে এক মাস ড্রাইভিং প্রশিক্ষণ ও ২০জন বেকার যুব নারীদের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও জাইকা প্রজেক্টর প্রতিনিধি নাজিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু প্রমুখ। সমাপণী আলোচনা সভা শেষে যুবক ও যুব নারীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।