Print Date & Time : 3 July 2025 Thursday 9:17 pm

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ শর্মা (৩৬) নামের এক
কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
গতকাল সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামে এ ঘটনা ঘটে।
বিকাশ শর্মা উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষীণবাড়ী পদমদী গ্রামের পানু শর্মার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কাবিল জানান, বিকাশ শর্মা একই ইউনিয়নের শীতলদাহ গ্রামের খলিল শেখের বাড়ীতে
কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশপাশের লোকজন তাকে
উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশতথ্য//এল//