Print Date & Time : 21 August 2025 Thursday 10:33 pm

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার দিন ব্যাপি নানা আয়োজনের মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটির শুরুতে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়্যালে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিন ব্যাপি বিভিন্ন কর্ম সূচির উদ্বোধন করা হয়। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি সম্মিলনী ও সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব গোলাম রহমান মিঞা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদোস প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//