Print Date & Time : 11 May 2025 Sunday 3:14 am

বালিয়াকান্দিতে শিক্ষক ছিদ্দিকুর রহমানের সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধি: আই.পি.ডি.সি প্রথম আলো কর্তৃক প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১ পাওয়ায় ইন্দুরদী উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল শনিবার সকালে বিদ্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ও ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//