Print Date & Time : 5 July 2025 Saturday 11:45 pm

বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি : বালিয়াকান্দির বারমল্লিকা দাখিল মাদ্রাসা চত্তরে একশত শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
গতকাল সোমবার সকালে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বারমল্লিকা মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান মজনু “কাতার চ্যারিটি’র”খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপজেলা পাল্লী উন্নয়ন অফিসার জাহিদুর রহমান, সাবেক ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, প্রকল্পের সার্বিক দায়িত্ব প্রাপ্ত আলী মুনছুর খান, বারমল্লিকা মাদ্রাসার সুপার সাদেকুর রহমান, ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা আসাদুর রহমান, প্রত্যেক শিক্ষার্থীকে ২৫কেজি চাউল, পাঁচ কেজি সোয়াবিন, তেল, তিন কেজি চিনি, এক কেজি খেজুর, এক কেজি লবন, তিন কেজি ডাল ও তিন কেজি ছোলা বিতরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//