Print Date & Time : 20 April 2025 Sunday 12:23 pm

বালিয়াকান্দিতে স্মরণ সভা অনুষ্ঠিত 

সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা পূজা উদাযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্ত্তীর মৃত্যু উত্তর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১.৪০ মিনিটের সময় অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্ত্তী পরলোক গমন করেন। তার স্বরণে বালিয়াকান্দি মহাশ্বশান ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায় সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতিষ কুমার মন্ডল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ নাথ বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল সহ ৭টি ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন পূজাউদ্যাপন পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।