Print Date & Time : 3 May 2025 Saturday 2:16 am

বালিয়াকান্দিতে হাফেজ ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে জমিজমা বিরোধের জেরে মোঃ রফিকুল ইসলাম নামে কোরআনের এক হাফেজ ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে প্রতিপক্ষ। ফলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে নিরীহ ওই হাফেজ ও তার পরিবারের লোকজন

এ বিষয়ে জানতে চাইলে রসুলপুর গ্রামের মৃত ক্বারী মফিজুর রহমানের ছেলে হাফেজ মোঃ রফিকুল ইসলাম বলেন, তার বাবার পৈত্রিক সম্পত্তিতে ২০১৯ সালে তিনি জাবালে নূর মহিলা হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ছাত্রীদের দ্বীনি শিক্ষা দিয়ে আসছেন। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী হাফেজ হয়েছেন। ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারই চাচাতো ভাই মৃত সিরাজুল ইসলামের ছেলে হুজাইফা মিয়া ও আসাদ মিয়া তার সাথে বিরোধের চেষ্টা করে আসছিল। তারা বিভিন্ন সময়ে মাদ্রাসার ছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটানোর চেষ্টা করাসহ ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আযহারুল ইসলামকে প্রকাশ্যে শারিরীক নির্যাতন করে। এছাড়া বিভিন্ন সময়ে তারা আমাকে নানা ধরণের হুমকি দিয়ে আসছিল। এ জের ধরে গত ৩০ শে জুলাই বিকেলে বালিয়াকান্দি-সোনাপুর সড়কে তারা আমার ভাই হাফিজুর রহমানকে জোটবদ্ধ হয়ে ঘেরাও করে নির্যাতন করে। এছাড়াও তারা আমার প্রতিষ্ঠিত মাদ্রাসায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করে। উল্টো তারাই আমাদের নামে বিভিন্ন সময়ে মামলা করে আমাদের হয়রানী করছে।
রফিকুলের বড় ভাই মনির হোসেন বলেন, আমরা নিরীহ মানুষ। আমরা গোলমাল পচ্ছন্দ করি না। কিন্তু তারা একের পর এক আমাদের সাথে ঝামেলা করাসহ নানা ধরণের হুমকি দিচ্ছে।
অভিযুক্ত হুজাইফার চাচাতো ভাই মহিউদ্দিন বলেন, হাফেজ রফিকুল ইসলাম ও তার ভাইয়েরা নিরীহ প্রকৃতির মানুষ। রফিকুল তার বাবার সম্পতিতে মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পর থেকে আমার ভাতিজা হুজাইফা, আসাদ ও আমার আরেক চাচাতো ভাই আঃ করিম তাদেরকে নানাভাবে হয়রানী করে আসছে। বিষয়টি আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী করছি।

দৈনিক দেশতথ্য//এল//