সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে নারুয়া,বহরপুরসহ বিভিন্ন হাট বাজারে মোবাইল কোট পরিচালনা করে ১৭জনের ৩৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার বহরপুরসহ বিভিন্ন হাট বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৯জনের ৯শত টাকা ও শুক্রবার সকালে নারুয়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করে ৮জনের ২৪শত টাকা মোবাইল কোটে জরিমানা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিায়া সুলতানা। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকার ঘোষিত আদেশ কোন ব্যাক্তি অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন
Discussion about this post