Print Date & Time : 2 August 2025 Saturday 11:27 pm

বালিয়াকান্দিতে ২য় ধাপে ভ্যাকসিন প্রদান শুরু

সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় মহামারী করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের টিকা গতকাল মঙ্গলবার ১৩জুলাই সকাল থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভবনে প্রদান শুরু করা হয়েছে।

কোভিড-১৯ টিকার করোনা ভ্যাকসিন প্রদানের প্রদানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মো. শাফিন জব্বার, উপজেলা স্যানেটরী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনিরসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও সুবিধা ভোগীর লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মো. শাফিন জব্বার জানিয়েছেন, দ্বিতীয় ধাপের প্রথম ডোজের জন্য চিনের তৈরী সিনো ফার্মার কম্পানীর তৈরী হেরো সেল নামের করোনা প্রতিরোধে ভ্যাকসিন এক হাজার ৬শ ডোজ বালিয়াকান্দি উপজেলাতে এসেছে তার কার্যক্রম চলছে।