Print Date & Time : 20 May 2025 Tuesday 10:46 am

বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছেছে : রিজওয়ানা হাসান

মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশে বালু দস্যুতা এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। সারাদেশে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।’

সোমবার রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সম্প্রতি এই স্থানটি থেকেই ইজারা ছাড়াই মাটি ও বালু তুলছিলেন স্থানীয় বিএনপির কিছু নেতা। ফলে বাংলাদেশ পুলিশ একাডেমি ও উপজেলা কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে পড়েছে।

বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে সোমবার পদ্মা-বড়ালের ওই উৎসমুখ পরিদর্শনে যান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ‘এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য ভরাট হয়ে যাওয়া নদের ১৮ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইচগেট অপসারণ করা হবে।’

পদ্মায় পানি না থাকার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পদ্মা নদীর পানির নায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। আর ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

এ সময় পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।