ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)কুষ্টিয়ার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর শুক্রবার মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামের পুলিশ ক্যাম্প পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিপিএফ সদস্য জনাব স্বপন আহমেদের সভাপতিত্বে ও জনাব সোহেল রানার সঞ্চালনায় মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামের পুলিশ ক্যাম্প পাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা (উঠান বৈঠক) অনুষ্ঠিত হয়েছে। এসময় বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এবং বাল্যবিবাহের কুফল ও সুফল বিষয়ে বিষোধ আলোচনা করা হয়।
উপস্তিত ২০ অংশগ্রহনকারী আগামীতে যাতে বাল্যবিবাহ না হয়, সে বিষয়ে সচেতন থাকার কাথা বলেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকলে সহযোগীতায় প্রতিরোধ গড়েতোলার কাথা বলেন
সার্বিক সহযোগিতায় ছিলেন “পোড়াদহ ইউনিয়ন ম্যাপ গ্রুপ” ও সিএসও- “সবার সাথে শিখব প্রতিবন্ধী সংস্থা হাজরাহাটী, মিরপুর, কুষ্টিয়া” বিশেষভাবে সহযোগিতা করেছেন জনাব “পোড়াদহ ইউনিয়ন ম্যাপ গ্রুপ” এর সদস্য মোছাঃ লিমা খাতুন। ১৫ সেপ্টম্বর ২০২৩ খ্রি.।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ সেপ্টেম্বর ২০২৩