Print Date & Time : 11 May 2025 Sunday 1:28 am

বাল্য বিয়ে রোধে কুষ্টিয়ায় ভিডিও চিত্র প্রদর্শন

“বাল্য বিবাহকে না বলুন” এ প্রতিপাদ্য নিয়ে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, কুষ্টিয়া(ডিপিএফ) এর উদ্যেগে কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর সাথে ভিডিও চিত্র প্রদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অংশিদারীত্বে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে বৃটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ(পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(ডিপিএফ), কুষ্টিয়া কর্তৃক  ৩১ মে,২০২২ মঙ্গলবার  কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(ডিপিএফ),এর সহ-সভাপতি হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জিয়ারখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী আরো উপস্থিত ছিলেন  ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম কুষ্টিয়ার  সদস্য শফিকুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে জনাব মোঃ রেজবিউল কবির বিজভী ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(ডিপিএফ),এর বিভিন্ন কর্মকান্ড এবং বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে বৃহত্তর কুষ্টিয়া অ লে ডিপিএফ এর কার্যক্রম তুলে ধরেন। এরপর শফিকুল ইসলাম  শিক্ষার্থীদের উদ্দেশ্যে চমৎকার ভাবে বাল্যবিবাহের সমস্যা ব্যাখ্যা করেন। তিনি বলেন একটি অপরিনত বয়সের মেয়ের জন্য এতবড় বোঝা বহন করা সত্যিই কষ্টকর।

বিশেষ অতিথি জিয়ারখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী তার ইউনিয়নের বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান  নেয়ার কথা বলেন।

প্রধান অতিথি মোঃ মোজাম্মেল  হক অত্যন্ত সুচারু ভাবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে বাল্যবিবাহের সম্ভাবনা ও ঝুঁকির বিষয়টি উস্থাপন করেন।তিনি বলেন যে মেয়েরা যদি সবসময় এ বিষয়ে সজাগ না থাকে তাহলে যে কোন সময় তারা বাল্যবিবাহের ফাঁদে পরে যেতে পারে। তিনি আরো বলেন ১৮ বয়স না হওয়া পর্যন্ত তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় সেই বিষয়েও পরামর্শ দেন।

অতিথিদের আলোচনার শেষে মত বিনিময় সভার সভাপতি ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(ডিপিএফ),এর সহ-সভাপতি জনাব হাসান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ডিপিএফ এর এ ধরনের আয়োজনে সহযোগীতা করার জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল  হক সহ বিদ্যালয়ের সকল  স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্য বিবাহের কুফল আলোচনা করেন।

আলোচনা সভার শেষে শিক্ষার্থীদেরকে ২৫ মিনিটের একটি বাল্য বিবাহ বিরোধী নাটিকা প্রদর্শন করা হয় মাল্টিমিডিয়ার মাধ্যমে সার্বিক সহযোগিতায় ছিলেন পিফরডি প্রকল্পের কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মো: রেজবিউল কবির।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২২//