Print Date & Time : 6 July 2025 Sunday 6:51 am

বাসচাপায় বৃদ্ধর মৃত্যু

সুদীপ্তশাহীন, লালমনিরহাট: রাস্তা পার হতে গিয়ে রজব আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়ী আইড়খামার গ্রামে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী আইড়খামার গ্রামের বাসিন্দা। রংপুর হতে কুড়িগ্রামে যাওয়ার পথে কর্ণফুলী পরিবহন নামক যাত্রীবাহী বাস যাচ্ছিল। বাসটি আইড়খামার বৃদ্ধ রজব আলীকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//