Print Date & Time : 10 May 2025 Saturday 7:14 pm

বাসস থেকে চাকুরিচ্যূত হলেন জাহাঙ্গীর

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট  ।।সরকারের এক মন্ত্রীর এপিএসের স্ত্রীর ব্যবহ্নিত প্রাইভেটকারের ব্যাকডালায় বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারের রির্পোট  প্রকাশ করায় বাসসের লারমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম চাকরি বিনা নোর্টিশে হারালেন। শুধু তাঁকে অব্যহ্নতি দিয়ে ক্ষান্ত হয়নি। 

মাদক মাফিয়ারা বাসসের সেই চাকুরিচ্যূতির পত্রটি ফেসবুকে নামে বেনামে ভাইরাল করে সম্মানহানি করছে।  এখনো সাংবাদিক জাহাঙ্গীর আলম তাঁকে বাসস হতে অব্যহ্নতি দেয়ার পত্রটি পায়নি। এর আগে এই ষড়যন্ত্রকারী কুচক্রীমহল সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের ফেসবুক একাউন্ট হতে পারিবারিক ছবি নিয়ে ফটোশপে এডিটিং করে কুরুচিপূর্ণ ছবি তৈরি করে। সেখানে ফেন্সিডিল সংযুক্ত করে দেয়। এই ঘটনায় সাংবাদিক শাহীন আইসিটি এ্যাক্টে সদর থানায় মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানা গেছে,  গত ২৬ জুলাই লালমনিরহাট ডিবি পুলিশ লালমনিরহাট সদর উপজেলা শহরের  তালুক খুটামারা গ্রামে জনৈক বাবুলের চায়ের দোকানের সামন হতে ঢাকা  মেট্রো খ  ১৩- ০৮৬৭ নম্বরের প্রাইভেট কারের ব্যাকডালায় থাকা একশত বোতল ফেন্সিডিল উদ্বার করে। এসময় গাড়ির চালক  মিজানুর রহমান মিজান আটক হয়। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপির এপিএস তার  নাম মিজানুর রহমান মিজান। শহরে দ্রুত ছড়িয়ে পড়ে  মন্ত্রীর এপিসের স্ত্রীর ব্যবহ্নিত গাড়ি হতে বিপুল পরিমাণ ফেন্সিডিল আটক হয়েছে। জেলায় কর্মরত সংবাদ কর্মীগণ ডিবি অফিসের সামনে ভীড় করতে থাকে।

এসময় এপিএস মিজানুর রহমান মিজানের স্ত্রীর বড়ভাই শাওন (৩৫) কে ডিবি অফিসে এসে তদবির করে। শাওন জানায়, প্রাইভেটকার টি তার বোনের স্বামী এপিএস মিজান কিনে দিয়েছে স্ত্রীকে। গাড়িটি পারিবারিক ভাবে তার বোন ও পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করে। গাড়িটি ঢাকার উত্তরা হতে রিকন্ডিশন কিনা হয়েছে। গাড়ির কাগজপত্র পূর্বেক মালিকের নামেই আছে। ফেন্সিডিল উদ্ধারের সময় তার বোন গাড়িতে ছিল না। গত ২৮ জুলাই দৈনিক জনকন্ঠ সহ বেশ কয়েকটি সংবাদ পত্রে ও অনলাইনে এপিএসের স্ত্রীর ব্যবহ্নিত গাড়ি হতে বিপুল পরিমানের ফেন্সিডিল উদ্ধার খবর প্রকাশ হয়। এতে  কর্মরত সাংবাদিকদের ওপর নাখোশ হয়ে যায় কুচক্রীমহল। প্রতিহিংসার চরিতার্থ করতে বাসসের প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে বিনা নোটিশে চাকুরিচ্যূত করা হয়। সেই চাকুরিচ্যূতির পত্রটি আবার ফেসবুকে ছেড়ে ভাইরাল করা হচ্ছে। অথচ যাকে চাকরিচ্যূত করা হয়েছে তিনি এখনো পত্র পায়নি।  এ ঘটনায় লালমনিরহাট জেলার মূলধারার সংবাদ কর্মীগণ হতাশ। লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি আহমেদুর রহমান মুকুল জানান, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন দীর্ঘ ২৭ বছর ধরে দৈনিক জনকন্ঠে কাজ করছে। সম্প্রতি তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার ইর্ষান্বিত সাফল্যে এই কুচক্রীমহল তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। তদন্তপূর্ব এই নেক্কারজনক ঘটনার প্রতিকার চাই। সেই সাথে তাঁকে বাসসে পূর্ণবহাল করার দাবি জানাই।

আর//দৈনিক দেশতথ্য//১২ আগষ্ট-২০২২