Print Date & Time : 9 September 2025 Tuesday 12:33 pm

বাসের আগাম টিকিট বিক্রি ১৫ এপ্রিল থেকে

স্টাফ রিপোর্টার:
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ এপ্রিল সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সোমবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সহ বাস মালিকরাই আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব।ঐদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারগুলো থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা।

শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।


দৈনিক দেশতথ্য//এল//