কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আজিজুল হক (২৬) নামে এক যুবক ভাগ্য পরিবর্তন করতে আট বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ নিয়ে পাড়ি দিয়েছিলেন।
সেখানে পৌঁছার পর মাত্র ২২ দিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল তার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ আজিজুল হক উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার পুত্র।
আজিজুলকে ফিরে পেতে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদরে সংবাদ সম্মেলন করেন তার বাবা-মা।
নিখোঁজ আজিজুলের বাবা দুলাল মিয়া সংবাদ সম্মেলনে বলেন, পাকুন্দিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের মাধ্যমে ২০১৬ সালের ১৬ জুলাই সাড়ে চার লাখ টাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে বৈধ ভিসায় মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পাড়ি জমান আজিজুল হক। সেখানে পৌঁছার পর পরিবারের সদস্যদের সঙ্গে ২২ দিন যোগাযোগ হয়। এরপর থেকে কোনোভাবেই খোঁজ মিলছে না আজিজুলের। তিনি বলেন, নিখোঁজের ২-৩ দিন পর আদম ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন, আজিজুল চুরির দায়ে এক বছরের সাজা নিয়ে কারাগারে আছেন। কিন্তু এরই মধ্যে আট বছর চলে গেলেও নিজ সন্তানের খোঁজ না পাওয়ায় বিভিন্ন সময় সন্তানের বিষয়ে জানতে গিয়ে আদম ব্যবসায়ীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানান তিনি।
এক বছর আগে আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন মৃত্যুবরণ করেছেন। এ বিষয়ে আদম ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, যে কোনো ব্যক্তিকে বিদেশে পাঠানোর পর কর্মসংস্থান স্থায়ী হওয়া পর্যন্ত তিন মাস তাদের দায়িত্বে থাকেন। পরবর্তী সময়ে ওই ব্যক্তির বিষয়ে কোনো কিছু তাদের জানা থাকে না। আজিজুল হক বাহরাইনে যাওয়ার পর কর্মসংস্থানে প্রবেশ করেছেন। পরে সেখান থেকে হারিয়ে যাওয়ায় তার আর খোঁজ মিলছে না।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আলী আকবর বলেন, আজিজুল হক নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের জানানো হয়নি। তারা আবেদন করলে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/