শামীম হাসান কুষ্টিয়ার খোকসায় পুলিশ অভিযান চালিয়ে বসতবাড়ির পিছন থেকে ৭ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ আব্দুল রউফ (৪০) নামের এক জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে থেকে তাকে আটক করা হয়। আব্দুল রউফ ওই গ্রামের খোরশেদ আলী ছেলে।
পুলিশ জানায়, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে সাংবাদিক সূত্রে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাচাষি আব্দুল রউফকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে। এ সময় তার বসতবাড়ির পিছনে চাষ করা ৭ ফুট লম্বা একটি গাঁজার গাছ জব্দ করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বাংলা এফএম কে জানান, গাঁজাচাষি আব্দুল রউফ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ সেপ্টেম্বর ২০২৩