Print Date & Time : 5 July 2025 Saturday 2:21 pm

বিএনপি,জামাত দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে: উম্মে কুলসুম

আল-হেলাল,সুনামগঞ্জ : বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি বলেছেন,দেশে বিএনপি,জামাত নির্বাচন কমিশনকে নানা ভাবে হয়রানি করছে। তারা দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু এই সব করে লাভ হবে না। বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষেই থাকবে। বুধবার (২৩ মার্চ) বিকেলে তাহিরপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলার বাদাঘাট বাজারে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এসব কথা বলেন।কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগের তাহিরপুর উপজেলা শাখার উক্ত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুলসুম বলেন, সারা বাংলাদেশে কৃষকলীগ খুব জনপ্রিয় একটা সংগঠন। নারী পুরুষের সক্রিয় অংশগ্রহনে সেই কৃষকলীগকে আরো শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্মেলনের মাধ্যমে কৃষক লীগের কমিটি দিচ্ছি। আমরা প্রতিজ্ঞা করেছি সারা বাংলাদেশে কৃষকলীগকে মডেল কৃষকলীগ হিসেবে রুপান্তরিত করব।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব খসরু ওয়াহিদ চৌধুরীর পরিচালনায় ত্রিবার্ষিকী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামিমা আক্তার খানম শামীমা শাহরিয়ার। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড.হাবিবুর রহমান মোল্লা। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশকে উন্নয়ন বঞ্চিত করতে একটি চক্র ষড়যন্ত্র চলাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সেই জন্য কৃষকলীগকে সু সংগঠিত করতে হবে। এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল,সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, যুগ্ম আহবায়ক জুনেদ আহমেদ, সাবেক আহবায়ক শাহ আলম শেরুল। এছাড়াও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ল দুলহাস মল্লিক, ইউনিয়ন কৃষক নেতা নাসির উদ্দিন, দুলাল হোসেন দুলাল, ডা.রহমত আলী, শেখ মোস্তফা, ড.পিযুষ রায়, ইউপি সদস্য রাজনা আক্তার সীমা প্রমুখ। সম্মলেনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া।

দৈনিক দেশতথ্য//এল//