Print Date & Time : 4 July 2025 Friday 9:02 pm

বিএনপির অজ্ঞাতনামা প্রায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী ও প্রায় ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে হাটহাজারী মডেল থানায় পৌরসভার পূর্ব দেওয়াননগরস্থ শায়েস্তা খাঁ পাড়ার শাহ মো.জাহাঙ্গীর আলমের পুত্র আয়মান আওসাফ শাহ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২১ জনের নামোল্লেখসহ ৮০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলা নং ৪২/ ২৬২।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় উল্লেখিত ব্যাক্তিসহ অজ্ঞাত নামা ব্যাক্তিগন পথরোধ করে জনগণকে ভয়ভীতি প্রদর্শন সহ ককটেল ও পেট্রোল বোমা বিষ্ফোরণ এর মাধ্যমে জনমনে আতংক ও ভীতি সঞ্চার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ টি টিনের ছোট কৌটা সদৃশ বিস্ফোরিত ককটেল এর অংশ বিশেষ, বিভিন্ন সাইজের ৩ টি কাচের টুকরা, বিভিন্ন সাইজের ১৫ টি তার কাঁটা, লাল কসটেপ দ্বারা মোড়ানো ৪টি অবিস্ফোরিত ককটেল, ২টি পোড়া টায়ারের অংশ বিশেষ, ৬টি বিভিন্ন সাইজের গাছের লাঠি, ও বিভিন্ন সাইজের ইটের ৮টি ভাঙ্গা টুকরা উদ্ধার করে।

মামলার আসামিরা হলেন .হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তকিবুল হাসান চৌধুরী (তকি) (৩২), চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এবং হাটহাজারী পৌর বিএনপি আহবায়ক মোঃ জাকির হোসেন (৫০), হাটহাজারী পৌর বিএনপি সদস্য সচিব অহিদুল আলম (৪৮), নুর মোহাম্মদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এবং আহবায়ক, হাটহাজারী উপজেলা বিএনপি,. সোলাইমান মঞ্জু (৪৫), সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি,. মোহাম্মদ সেলিম উদ্দিন (সেলিম চেয়ারম্যান) (৫০), সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রকাশ গিয়াস চেয়ারম্যান (৫০), সদস্য সচিব হাটহাজারী উপজেলা বিএনপি, মো আব্দুস শুকুর মেম্বার(৫২), সিনিয়র যুগ্ম আহবায়ক, হাটহাজারী পৌরসভা বিএনপি, নুরুল কবির তালুকদার(৩৩), হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব, .কাজী মোঃ এরশাদ ( ৩৮), সদস্য, যেখন ইউনিয়ন বিএনপি,. মোঃ এয়াকুব মেম্বার(৪০), সদস্য সচিব, মির্জাপুর ইউনিয়ন বিএনপি, . রেজাউল করিম চৌধুরী রকি (২৩), আহবায়ক, হাটহাজারী পৌরসভা ছাত্রদল, ১৩. জি এম সাইফুল ইসলাম (৩০), সদস্য সচিব, মেখল ইউনিয়ন বিএনপি, মোঃ ফখরুল হাসান (৪৫), আহবায়ক, হাটহাজারী উপজেলা যুবদল ও উপদেষ্টা দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপি, .মির্জা মোঃ এমদাদুল হক(৩৫), আহবায়ক হাটহাজারী পৌরসভা যুবদল, মোঃ হেলাল উদ্দিন প্রকাশ হেলাল (৪০), সদস্য সচিব, হাটহাজারী পৌরসভা যুবদল, মো: আইয়ুব খান (৫৫), সদস্য, হাটহাজারী উপজেলা বিএনপি, .সৈয়দ মোঃ মহসীন (৪০), সদস্য হাটহাজারী উপজেলা বিএনপি, ১৯, কাউনাইন চৌধুরী টিপু, সাবেক মেম্বার (৪৫), সিনিয়র যুগ্ম আহবায়ক, চিকনদন্ডী ইউনিয়ন বিএনপি, নাছিম উদ্দিন প্রকাশ নাছিম মেম্বার (৪৫), সদস্য সচিব, ধলই ইউনিয়ন বিএনপি,. মোঃ নুরুল আমিন (৫০), সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, হাটহাজারী পৌরসভা, সর্ব সাং-হাটহাজারী, জেলা চট্টগ্রাম।

দৈনিক দেশতথ্য//এস//