আন্দোলনে জনগণের সাড়া নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৩ (আনোয়ারা – কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে কর্ণফুলী উপজেলার অস্থায়ী মাঠে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথাবলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, তাদের (বিএনপির) আন্দোলন কোনোভাবেই সামনের দিকে
এগিয়ে নিয়ে যেতে পারতেছে না। তাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। তারা
বিএনপি যাদের উপর ভর করে আন্দোলনে এসেছিল। তাঁরাও বলছে নির্বাচনেঅংশগ্রহণ করতে। সুতরাং ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে আসতে হবে। জনগণেই ঠিককরবে কাকে ক্ষমতায় আনবে। তবে জনগণ আর বোকা নয়।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পক্ষের শক্তি মানুষের ভাগ্য
উন্নয়নের শক্তি। উন্নয়ন কত প্রকার ও কি কি সেটা আওয়ামী লীগ দেখিয়ে
দিয়েছে। আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না। সবার সাথে বন্ধুত্ব রাখতে
চাই। বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে প্রধানমন্ত্রীর হৃদয়ে চাপ বেড়ে
যায়। আগামীবার ক্ষমতায় আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমে যাবে। আগামীতে আরও অনেক পরিবর্তন আসবে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের এর সভাপতিত্বে এতে
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী
ফারুক আমজাদ খান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর
সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি
মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান,
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি এম পেয়ারুল ইসলাম, কেন্দ্রীয়
স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড.জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে
এম আজমি, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, উপ -পাট ও বস্তু বিষয়ক
সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।
শোক দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি
ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের
সভাপতি দিদারুল ইসলাম, সম্পাদক জহিরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদ খান
আরজু। এছাড়াও অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন উপজেলার সভাপতি
ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ
শোক সভায় উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post