মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: জাসদ সভাপতি হাসানুল ইনু এমপি বলেন, একটি জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না।
রবিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রী কলেজে বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালীর অর্জন, ভবিষ্যত করণীয় শীর্ষক আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় হাসানুল হক ইনু আরো বলেন, এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন ও যেকোন মূল্যে রাজাকার, জামায়াত জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো, সরকার উৎখাত করে ক্ষমতা দখল করা আর এর আড়ালে কৌশলে জামায়াত-রাজাকার জঙ্গিদেরকে পুনরুজ্জীবিত করা।
এর জন্য তারা সংকট মোকাবেলায় কোন প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটা বিপদ সংকেত। এরকম পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষের শক্তিকে এটার মোকাবেলা করতে হবে।
পরে হালসা আদর্শ কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। আরো বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ।
এসময় কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সূধীজন ও জাসদ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post