Print Date & Time : 5 July 2025 Saturday 11:50 pm

গাংনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

গাংনীতে বিএনপির জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে গাংনী আওয়ামী লীগ।  গতকাল মঙ্গলবার সকালে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুলের নেতৃত্বে তার আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।


সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগে নেতাকর্মীরা। বিএনপির জামায়াতের ডাকা অবরোধের বিপক্ষে দোকানপাঠ খোলা, যানবাহন চলাচলের পক্ষে অবস্থান করে আওয়ামী লীগে নেতাকর্মীরা। এসময় অবরোধ  বিরোধী  বিক্ষোভ  মিছিলে উপস্থিত ছিলেন  মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ বারি, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, বামুন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ মোঃ বজলুল বশির, গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীরউদ্দীন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু,  গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম মোহনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং সেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ অক্টোবর  ২০২৩