বিএনপির জামায়াতের হরতাল ও সন্ত্রাসের প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে গাংনী উপজেলা আওয়ামী যুবলীগ।
বুধবার সকালে গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে আওয়ামী যুবলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ৭৪ মেহেরপুর-০২(গাংনী) আসলে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগে নেতাকর্মীরা। বিএনপির জামায়াতের ঢাকা এই অবৈধ অপরাধের বিপক্ষে দোকানপাঠ খোলা, যানবাহন চলাচলের পক্ষে অবস্থান করেন আওয়ামী যুবলীগে নেতাকর্মীরা।
এসময় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলে ষোলটাকা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার পাশা, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিক কামাল পলাশ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ অক্টোবর ২০২৩

Discussion about this post