Print Date & Time : 27 July 2025 Sunday 5:14 pm

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে ঝিনাইদহে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

রোববার সকালে শহরের হামদহ এলাকা থেকে জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়।

 যা এসে যুবলীগের কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের নেতা বাসের আলম সিদ্দিকী। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী নেতা মাসুদ আহম্মেদ সঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, সকলকে বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করার আহŸান জানিয়ে বলেন, হরতালের নামে  নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে তার দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ অক্টোবর  ২০২৩