Print Date & Time : 20 April 2025 Sunday 4:24 pm

বিএনপির দশ দফা দাবী হলো সন্ত্রাসী তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা : কুষ্টিয়ায় হানিফ

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করেন। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোন সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।

হানিফ বলেন, তারা যে দশ দফা দাবীতে আন্দোলন করছে সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবী। এছাড়া এই দাবীর মধ্যে জনগনের কোন কথা নেই। এই দাবী নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামীলীগও ভাবছে না। যে দাবীর সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবী আদায়ও সফল হবে না।

রবিবার দুপুর ১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেণ। এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৬ ফেব্রুয়ারি ২০২৩