মীর আনোয়ার হোসেন টুটুল
সারা দেশে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল রবিবার (৩০ এপিল) বিকেলে উপজেলা আওয়ামীলীগ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মির্জাপুর উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌর সভার আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি কলেজ রোডের আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্টেশনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম প্রমুখ।

Discussion about this post