Print Date & Time : 7 September 2025 Sunday 8:45 am

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। সেসময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ঔষধ দেওয়া হয়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেসহ বিভিন্ন হাসপাতালের ৪ জন চিকিৎসক সেবা প্রদাণ করেন। বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়ে সস্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।