বিএনপি’র রাজনীতিতে শরিফুল ইসলাম একজন সাহসী, আদর্শনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা
মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজনীতিতে শরিফুল ইসলাম একজন সাহসী, আদর্শনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সুপরিচিত। রাজনীতি তাঁর কাছে শুধু একটি পেশা নয়, বরং একটি সাধনার নাম—যার প্রেরণা ছিলেন তাঁর পিতা, প্রয়াত বিএনপি নেতা মতিয়ার রহমান।
নব্বইয়ের দশকে মতিয়ার রহমান বিএনপির মনোনয়নে ইউপি সদস্য নির্বাচিত হয়ে মেহেরপুরের ৫নং মটমুড়া ইউনিয়নে সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন। তাঁর সততা, জনপ্রিয়তা ও রাজনৈতিক আদর্শ আজও এলাকার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
এই আদর্শেই বেড়ে উঠেছেন শরিফুল ইসলাম। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত মহাম্মদপুর গ্রামে তিনি সাহসের সঙ্গে বিএনপির পতাকা উড়িয়েছেন। স্থানীয় প্রভাবশালী নেতাদের মুখোমুখি হয়েও তিনি দলের অবস্থান দৃঢ় রেখেছেন—এটাই তাঁর সংগ্রামী চেতনার পরিচয়।
রাজনৈতিক জীবনে বহুবার নিপীড়নের শিকার হয়েছেন তিনি। ১৯৯৮ সাল থেকে শুরু করে ওয়ান-ইলেভেন, ২০১৮ সালের নাশকতা মামলা কিংবা ক্লিন হার্ট অভিযানের সময় বারবার তাঁকে কারাবরণ ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। দলের প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সামনে থেকে নেতৃত্বে, সাধারণ মানুষের পক্ষে দৃঢ় অবস্থানে।
২০০৮ সাল থেকে মহাম্মদপুর গ্রাম বিএনপির সভাপতি এবং ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মটমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও সাহসিকতা আজকের যুবরাজনীতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শরিফুল ইসলাম বলেন,আমি রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য। আমার পিতা যেমন সততা ও আদর্শের পথ দেখিয়েছেন, আমিও সেই পথেই থাকার চেষ্টা করেছি। মামলা-হয়রানি এসেছে, কিন্তু মাথা নত করিনি। আমি বিশ্বাস করি—সত্যের জয় হবেই। বিএনপি হচ্ছে গণমানুষের দল, এই দলের প্রতিটি কর্মী আমার পরিবার।
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে আমি শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে শ্রদ্ধা করে অনুসরণ করেছি। তাঁদের সংগ্রাম ও নেতৃত্ব আমার প্রেরণা। তাঁদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অঙ্গীকারই আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, দলের প্রতি শরিফুল ইসলামের অবিচল আনুগত্য ও জনগণের সেবায় তাঁর সক্রিয়তা তাঁকে এলাকার রাজনৈতিক অঙ্গনে একজন ‘অটল সৈনিক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর সংগ্রামী জীবন, আদর্শের প্রতি নিষ্ঠা এবং সৎ নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে

Discussion about this post