ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা :
ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া (১২৫) আসনে বিভিন্ন এলাকায় রাত দিন গণসংযোগ সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাতের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন। সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রে, রাজাপুর কাঠালিয়া বিভিন্ন পাড়া মহল্লার সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করে যাচ্ছেন ঝালকাঠি -১ আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা। গণসংযোগে তৃনমুলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে থাকছে চোখে পড়ার মতো।দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ ও সমর্থন, রাজাপুর কাঠালিয়া উপজেলা বিএনপির বেশকিছু ত্যাগী নেতারা জানান, দলের যখন চরম দুর্ভোগ ছিল তখন সেলিম রেজা ছিলো নেতাকর্মীদের একমাত্র বিপদের বন্ধু। বিগত স্বৈরাচার সরকারের তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। গত বছর ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের প্রত্যাশা করছি।

Discussion about this post