গোফরান পলাশ, কলাপাড়া: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে একজন অনুপ্রবেশকারী ছিল।
গতকাল রবিবার রাত ১০ টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারন সম্পাদক এসব কথা বলেন।
তিনি বঙ্গবন্ধুকে হত্যা করে চিহ্নিত ঘাতকদের এদেশে প্রতিষ্ঠিত করেছেন। অগণিত মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তাকে তিনি গুম, হত্যা ও নির্যাতন করেছেন। এবং ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার রদ করে মানবাধিকার লংঘন করেছেন।’
এসময় তিনি আরও বলেন, ‘বিএনপি বলে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছে, আসলে জিয়াউর রহমান ছিল পাকিস্তানের এজেন্ট। তিনি এদেশে স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। বর্তমানে বিএনপি জামাত ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রামের নামে সন্ত্রাসী কর্মকান্ড করছে। আগামী দিনে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে যুবলীগ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড হয়ে।’
উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাইদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ আতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওরাদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাংগঠনি সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, পটুয়াখালী জেলা শাখা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মো.শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সোহেল প্রমূখ।
এদিকে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা শেষে উপজেলা যুবলীগ আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল কে সাথে নিয়ে কেক কেটে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর জন্মদিন উদযাপন করে।
এর আগে রবিবার রাতে যুবলীগ সম্পাদক নিখিল দলীয় কার্যালয়ে এসে পৌঁছলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। গত শুক্রবার রাতে স্বপরিবারে তিনি কুয়কাটা সফরে আসেন ন। সোমবার সকালে কুয়াকাটা থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানায় স্থানীয় যুবলীগ সূত্র।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post