Print Date & Time : 21 April 2025 Monday 7:24 pm

বিএনপি নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ

যশোর জেলা বিএনপির শীর্ষ নেতা দেলোয়ার হোসেন খোকনসহ তিন নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে ৷

গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১২ টার দিকে শহরের ধর্মতলা, শংকরপুর ও খড়কি এলাকায় এই ঘটনা ঘটেছে।

তবে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি ৷ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তাসহ কোতোয়ালি থানা-পুলিশ।

বিএনপি নেতারা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে শহরের ধর্মতলা বাজার এলাকায় যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের বাড়ির সামনে দুটি বোমা বিস্ফোরিত হয়। এর কয়েক মিনিট পর শংকরপুর বটতলা মসজিদের কাছে যশোর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার জুলুর বাড়ির সামনে ২টি বোমা বিস্ফোরণ এবং শহরের খড়কীতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানার বাড়ির পেছন থেকে ৪/৫ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এসময় এলাকাতে আতংক ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন সাংবাদিকাদের বলেন, ‘রাতে ধর্মতলা এলাকায় বাসাতে টেলিভিশন দেখছিলাম। এমন সময় বাসার সামনে পর পর দুটি বোমার বিস্ফোরণ শব্দ হয়।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘অতীতেও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বাসভবনে একাধিকবার এ ধরনের বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ৷ আমাদের আশংকা, চলমান এক দফার আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালনা করতে, এটা নীল নকশার অংশ বিশেষ। এ

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এম শফিকুল আলম বলেন, পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বোমার আলামত সংগ্রহ করে তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ/