মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলের জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার রাতে হাটহাজারীর লালিয়ারহাট জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে জেয়ারত শেষে গভীর শ্রদ্ধা নিবেদনকালে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তিনি আপদমস্তকে একজন গণতন্ত্রমনা নেতা ছিলেন।
তিনি গণতন্ত্রের পক্ষে সব সময় কথা বলেছেন। আজীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আরো বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে সংসদীয় সরকার গঠন করতে হবে, সেই সরকার দেশ শাসন করবে।
তিনি অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানান,দলের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। মামলা প্রত্যাহার করে গণতন্ত্রকে সংহত করার দাবি জানাই। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কখনো গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্যও করেন ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
পরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে উপজেলার নন্দীরহাট ও লালিয়ারহাটস্থ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজায় আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে, পুলিশের পাশাপাশি আমরাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নির্দেশনা দিয়েছেন।”
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা ডাঃ রফিকুল আলম চৌধুরী, ওহিদুল আলম অহিদ, এম এ শুক্কুর, আব্দুল মান্নান দৌলত, আইয়ুব খান, গাজী ইউসুফ, ওসমান গনি, মোহাম্মদ ইসমাঈল, নিজাম উদ্দীন হাকিম, রহমত উল্লাহ চৌধুরী, এস এম ফারুক, মোহাম্মদ হাকিম, সাহেদুল আজম সাহেদ, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, আকবর আলী, মনিরুল আলম জনি, আলাউদ্দীন মহসিন সাবেক, তকিবুল হোসেন চৌধুরী তকি, কাজী সাইফুল ইসলাম টুটুল, লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, রাশেদ, জি এম সাইফুল, নুরুল কবির তালুকদার, নাহিদ, এমরান চৌধুরী, সাইফুল ইসলাম, আবদুল মুবিন, হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব উজ্জল দত্ত, নুরুল আমিন, নাসিম মেম্বার, আজিম, রুবেল, কামাল, রকি, সাহেদ খান সহ অসংখ্য নেতৃবৃন্দ।